মহারাষ্ট্রের পুনে-তে একটি বেসরকারী কোম্পানীতে অতিরিক্ত কাজের চাপে এক মহিলা চ্যাটার্ড অ্যাকাউন্টেটের মৃত্যুর ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের পক্ষ থেকে আগামী চার সপ্তাহের মধ্যে ঘটনা বিষয়ে রিপোর্ট দিতে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্হান মন্ত্রককে নোটিশ দেওয়া হয়েছে।
এই ঘটনার বিষয়ে কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিভিন্ন বাণিজ্যিক সংস্হা ও কোম্পানীগুলির তাদের কর্ম সংস্কৃতি পর্যালোচনা করা প্রয়োজন। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকারের ধারণার সঙ্গে সঙ্গতি রেখে তাদের বিনিয়োগ নীতি এবং নিয়ম কানুন ঠিক করা দরকার। প্রত্যেক সংস্হাকেই সেখানে কর্মরতদের জন্য মানবাধিকারের বিষয়গুলি নিয়ে সচেতন হওয়া উচিত।