কাজাকস্তানের সিমকেন্টে ষোড়শ এশীয় শ্যুটিং চ্যাম্পিয়ানশিপে ভারত ইতিহাস গড়ে এই প্রথম ৫০ টি স্বর্ণপদক জয় করেছে। ভরতের মোট পদকের সংখ্যা ৯৯-এ পৌঁছেছে। ভারতের কাছে রয়েছে ২৬ টি রূপো ও ২৩ টি ব্রোঞ্জ পদক। পদক তালিকায় ভারত শীর্ষে রয়েছে।
আয়োজক কাজাকস্তান দ্বিতীয় এবং চীন রয়েছে তৃতীয় স্থানে।
গতকাল পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে ভারতের অঙ্কুর মিত্তল, বিশ্ব রেকর্ড করেছেন। অন্যদিকে, মহিলাদের এয়ার রাইফেলে এলাভেনিন ভালারিভান এশীয় রেকর্ড গড়েছেন।