July 2, 2025 7:04 PM

printer

কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা আজ কন্যা সুরক্ষা যাত্রার অঙ্গ হিসেবে কসবা অভিযান কর্মসূচি পালন করে।

বিজেপি ২১শে জুলাই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। কসবা ল’ কলেজের সামনে আজ এক প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, একুশে জুলাই শিলিগুড়িতে বিজেপি উত্তরকন্যা অভিযান করবে। পাশাপাশি ৯ই আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযান করা হবে। বিরোধী দলনেতা বলেন, ৫তারিখ তিনি পানিহাটিতে উল্টো রথের অনুষ্ঠানে অংশ নিতে যাবেন। সেখান থেকে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে ৯ই আগস্ট নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য পরিবারের সদস্যদের আবেদন জানাবেন। শ্রী অধিকারী জানান, মহিলাদের সুরক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা আজ কন্যা সুরক্ষা যাত্রার অঙ্গ হিসেবে কসবা অভিযান কর্মসূচি পালন করে। রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবা ল কলেজের সামনে এই মিছিল শেষ হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের কয়েকজন সদস্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান মিছিলে উপস্থিত ছিলেন।