কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে ফের পঠনপাঠন শুরু হচ্ছে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে। বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে ঢুকতে পারবেন না ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের প্রেক্ষিতে এক সপ্তাহ ধরে কলেজ বন্ধ ছিল। কেন ক্লাস বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, BA LLB এর প্রথম সেমিস্টারের যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারেননি, আজ তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কলেজে যেতে হবে। LLM এর ক্লাস শুরু হবে আগামীকাল। কলেজের স্থায়ী নিরাপত্তারক্ষী পুরো কলেজ ভালোভাবে দেখে ও মেন গেটে তালা দিয়ে তবেই কলেজ থেকে বেরোতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে সাউথ ক্যালকাটা ল’ কলেজে সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ সি.ভি. আনন্দ বোস। তিনি জানিয়েছেন, কলেজ পরিচালনা যাতে নীতিনিষ্ঠভাবে ও নিয়ম মেনে হয়, তা সুনিশ্চিত করতে হবে। কোনও বহিরাগত বা প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর চাপে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান যেন তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয় তাও দেখা দরকার। যে বা যারা শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যপাল বার্তা দিয়েছেন।