কল্যাণীতে চারদিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরূদ্ধে অসম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৯৮ রান করেছে। ডেনিস দাস ৬৩, সুমিত ঘাদিগাওকর ৩০ রানে অপরাজিত আছেন।অসম এখন বাংলার চেয়ে ১৪৪ রানে পিছিয়ে আছে। এরআগে বাংলার প্রথম ইনিংস ৪৪২ রানে শেষ হয়। শাহাবাজ আহমেদ ১০১ এবং সুমন্ত গুপ্ত ৯৭ রান করেছেন। অসম প্রথম ইনিংসে করেছিল ২০০ রান।
Site Admin | November 18, 2025 10:14 PM
কল্যাণীতে চারদিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরূদ্ধে অসম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৯৮ রান করেছে।