মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 29, 2025 7:12 PM

printer

কলম্বোয় মহিলাদের ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ভারত দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারিয়ে দিয়েছে

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মহিলাদের ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান তোলে। প্রতিকা রাওয়াল ৭৮, জেমাইমা রড্রিগেজ ৪১ রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কউর ৪১ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো এমলাবা দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভার ২ বলে ২৬১ রানে অলআউট হয়ে যায়। তাজমিন ব্রিটস ১০৯, অধিনায়ক লরা উলভার্ডট ৪৩ রান করেন। ভারতের স্নেহ রানা পাচঁ উইকেট  নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। ভারত তাদের খেলা দুটি ম্যাচই জিতেছে। তিন দলের এই টুর্নামেন্টে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। আগামী রবিবার ভারত পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।