কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এর ফলে প্রতিযোগিতায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান। লড়াইয়ে টিকে থাকতে গেলে তাদের পরের ম্যাচ জিততেই হবে। ডার্কওয়ার্থ লুইস নিয়মে গতকাল ইংল্যান্ড ৩১ ওভারের খেলায় ১৩৩ রান করে। পাকিস্তানের সামনে ১১৩ রানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। পাকিস্তান ব্যাট করতে নামলে সাত ওভার খেলার পর ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। বিশাখাপত্তনমে আজ বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বিকেল ৩ টেয়।
Site Admin | October 16, 2025 10:45 AM
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে।
