October 6, 2025 11:49 AM

printer

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত ৮৮ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত ৮৮ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। হারলিন দেওল ৪৬ রান করেন। রিচা ঘোষ ৩৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের ডায়ানা বাগ চার উইকেট নেন। জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। সিদ্রা আমিন ৮১ রান করেন। ভারতের হয়ে ক্রান্তি গৌরদীপ্তি শর্মা তিনটি করে উইকেট নিয়েছেন। ভারত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ক্রান্তি গৌর ম্যাচের সেরা হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।