মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 15, 2024 5:30 PM

printer

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবচেয়ে বেশি ১৬ বার এই ফুটবল টুর্নামেন্ট জেতার রেকর্ড করলো  তারা। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে উত্তেজনায় টানটান ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লতারো মার্তিনেজ। ম্যাচের ৬৪ মিনিটে হ্যামস্ট্রিং এ চোটের কারণে লিওনেল মেসিকে উঠিয়ে নেন কোচ স্কালোনি। মাঠ ছেড়ে যাওয়ার সময় এবং ডাগ আউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়।
পরপর দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ২০২১ এ তারা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতেছিল।
এদিকে, হার্ড রক স্টেডিয়ামে এদিন বিশৃঙ্খলার কারণে ফাইনাল ম্যাচ ১ ঘন্টা ২০ মিনিট পর শুরু হয়। টিকিট না থাকা অনেক দর্শক ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়।