মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 1, 2025 10:02 AM

printer

কলকাতা হাইকোর্ট, ২০১৯ সালে সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট, ২০১৯ সালে সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, সন্দেশখালিতে ২০১৯ সালের ৬ই জুন তিন ভারতীয় জনতা পার্টির কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস এবং সুকান্ত মণ্ডলকে হত্যার পর দেহ লোপাট করে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। দায়ের হওয়া দুটি মামলাতেই মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের নাম উঠে আসে। আদালত প্রথমে সিআইডি তদন্তের নির্দেশ দিলেও দুটি মামলাতেই চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ দেয় পুলিশ।

এরপর গত বছর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে ওই বিজেপি কর্মীদের পরিবার ফের সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর গতকাল  বিচারপতি জয় সেন গুপ্ত নির্দেশ দেন, সিবিআই যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এবং নিম্ন আদালতের নজরদারিতে এই তদন্ত