July 7, 2025 9:48 PM

printer

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিক কমিশন এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়, অযোগ্য হিসাবে চিহ্নিতরা বসতে পারবে না বলে নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিক কমিশন এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়, অযোগ্য হিসাবে চিহ্নিতরা বসতে পারবে না বলে নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য জানিয়েছেন, অযোগ্য হিসাবে চিহ্নিত কোনো প্রার্থী ইতোমধ্যেই আবেদন করে থাকলে, তা বাতিল করতে হবে। তিনি আজ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি হওয়া এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল আবেদনের শুনানি গ্রহণ করেন।

বিচারপতি আরও জানান, ২০২৪-এর ২২-শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং ২০২৫-এর তেশরা এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নবম-দশম ও একাদশ – দ্বাদশের জন্য এস এস সি-কে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেখানে চাকরিরতদের যোগ্য ও অযোগ্য – এই দুভাগে ভাগ করা হয়। সেকারণে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না।  

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরী বাতিলের পর গত ৩০ শে মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। প্রায় ৪৪ হাজার শূন্য পদের ঐ বিজ্ঞপ্তি নিয়ম মেনে হয়নি বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।  

এদিকে, চাকরি হারা যোগ্য শিক্ষকরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু প্রশ্ন তুলেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের  আহ্বায়ক মেহেবুব মন্ডল বলেছেন, ২০১৬ এবং ২০২৫ এর পরীক্ষার মধ্যে পদ্ধতিগত কিছু জটিলতা রয়েছে। অনেক বিষয়ে আসন সংখ্যাও কমে গেছে। কিন্তু আদালতের রায়ে এই বিষয়ে কোনো সমাধান হয়নি।