কলকাতা হাইকোর্ট, সুপার নিউমেরারি পদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় টাকার বিনিময়ে কারো চাকরি হয়েছিল কিনা, তা’ জানতে চেয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে CBI-এর পেশ করা অতিরিক্ত চার্জশিটে টাকা নিয়ে চাকরি বিক্রির উল্লেখ রয়েছে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগ নিয়ে CBI-এর তদন্ত কিছু হয়েছে কিনা, বিচারপতি বিশ্বজিৎ বসু আজ আদালতকে তা’ জানাবার নির্দেশ দিয়েছেন। বিচারপতি বসু, CBI-এর আইনজীবী ধীরজ ত্রিবেদীকে আগামী মঙ্গলবার এবিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন।