কলকাতা হাইকোর্ট, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিন্হা, পয়লা জুলাইয়ের মধ্যে রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইটে এই সুপারিশ প্রকাশ করার জন্য আজ নির্দেশ দেন।
বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, বেতন কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। তা’ সমস্ত সরকারি কর্মচারীর জন্যই। কাজেই এক্ষেত্রে কেন এতো গোপনীয়তা, সেই প্রশ্ন’ও তোলেন তিনি।
উল্লেখ্য, বিশিষ্ট অর্থনিতীবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়। ২০২২-এ ইউনিটি ফোরামের আহবায়ক দেবপ্রসাদ হালদার এই বেতন কমিশনের সুপারিশ জানতে চাইলেও তার উত্তর না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।সেই মামলার প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।