মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 5, 2025 9:35 PM

printer

কলকাতা হাইকোর্ট শহরের একটি রুফটপ রেস্তোরাঁ ভাঙার ওপর আগামী ৮ই মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে

কলকাতা হাইকোর্ট শহরের একটি রুফটপ বা ছাদের ওপর রেস্তোরাঁ ভাঙার ওপর আগামী বৃহস্পতিবার ৮ই মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চ আজ এই নিষেধাজ্ঞা জারি করেন। 

পার্ক স্ট্রীটে  ম্যাগমা হাউসের ওই রুফটপ রেস্তোরাঁটি ভাঙ্গার নোটিশ জারি করে, পুরসভা সেই কাজ শুরু করেছিল। কলকাতা হাইকোর্টের সেই স্হগিতাদেশের ফলে, আপাতত ভাঙার কাজ বন্ধ থাকছে।

তবে, অন্যান্য রুফটপ রেস্তোঁরার ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে কিনা, সেব্যাপারে শুনানি আগামীকাল।

এদিকে, রাজ্য সরকার বড়বাজারে মেছুয়া পট্টিতে ঋতুরাজ হোটেলে অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যুর পর রাজ্যের প্রতিটি হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্হা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্কুলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখতে ফায়ার সেফটি অডিট করা হবে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নিকাণ্ডে প্রাণহানি আটকানোই সরকারের লক্ষ্য। তাই মানুষের নিরাপত্তার স্বার্থে আর একবার অগ্নি সুরক্ষা ব্যবস্থা সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না, ফায়ার লাইসেন্স, অতিথিদের ঢোকা বেরনোর যথেষ্ট জায়গা আছে কি না এই সবই খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য। এর আগে হাসপাতাল, শপিং মল, বাজার সহ যেসব জায়গায় এক সঙ্গে অনেক মানুষের জমায়েত হয়, সেখানে ‘ফায়ার সেফটি অডিট’ করা হয়েছে।