কলকাতা হাইকোর্ট, যেসব ক্লাব, গতবছর দুর্গা পুজোর জন্য রাজ্যের দেওয়া টাকার খরচের হিসাব এখনো দিতে পারেনি, তাদের অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।
দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চলতি বছর বিজয়া দশমীর একমাস পর সব ক্লাবকেই রাজ্য পুলিশের মহা নির্দেশক ও কলকাতা পুলিশ কমিশনারের কাছে টাকা খরচের হিসেব বা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ দিতে হবে।
এদিকে, রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ আদালতে জানান, ৪১’ হাজার ৭৯৫ টি ক্লাবের মধ্যে মাত্র তিনটি ক্লাব, খরচের হিসেব দেয়নি। বিচারপতি সুজয় পাল বলেন, ২০২২ সালের ১৩ ‘ই সেপ্টেম্বর বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ‘ইউটিলাইজ সার্টিফিকেট’ দিলে, তবেই তাদের অনুদান মঞ্জুর করা যাবে। সেই নির্দেশই রাজ্যকে চলতি বছর’ও মানতে হবে।
দুর্গাপুজার ছুটির একমাস পর ফের এই মামলার শুনানি।