কলকাতা হাইকোর্ট, পূর্ব কলকাতা জলাভূমির কোন জায়গায়, দাগ নম্বর সহ কোন জমিতে কী ধরণের নির্মাণ করা যাবেনা, নাগরিকদের তা জানাতে নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে তাদের ওয়েবসাইট এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে হবে। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, চিহ্নিত দাগ নম্বরে থাকা সমস্ত নির্মাণ অবৈধ এবং তা অবিলম্বে ভেঙে ফেলতে হবে। নির্দেশ বাস্তবায়নে রাজ্য, পুরসভা ও পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে কঠোর ভাবে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। পাশাপাশি জলাভূমিতে গড়ে ওঠা কোন বেআইনি নির্মানে যেন বিদ্যুৎ পরিষেবা না দেওয়া হয় তা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে সুনিশ্চিত করতে বলেছেন বিচারপতি। এ ব্যাপারে কি পদক্ষেপ করা হল তা জানিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি সব পক্ষকে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Site Admin | December 9, 2025 4:10 PM
কলকাতা হাইকোর্ট, পূর্ব কলকাতা জলাভূমির কোন জায়গায়, দাগ নম্বর সহ কোন জমিতে কী ধরণের নির্মাণ করা যাবেনা, নাগরিকদের তা জানাতে নির্দেশ দিয়েছে।