কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২০ টি FIR মধ্যে ১৫ টি FIR খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার জন্য হাইকোর্টের অনুমতি লাগবে বলে ২০২২ সালে বিচারপতি রাজাশেখর মান্থা যে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, যেকোনো অন্তর্বর্তী নির্দেশেরও একটা সময়সীমা আছে।
এদিকে, বিচারপতি সেনগুপ্ত আজ আরো বলেছেন, মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ২০২১ সালে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ এবং নন্দীগ্রাম থানার মামলা সহ পাঁচটি মামলার তদন্ত করবে সিবিআই ও রাজ্যপুলিশের যৌথ নেতৃত্বে গঠিত সিট। তদন্তকারী দলের মাথায় থাকবেন এসপি পদমর্যাদার দুই আধিকারিক। এছাড়াও রাজ্য পুলিশ ও সিবিআইয়ের সর্বাধিক পাঁচজন করে আধিকারিক ঐ দলে থাকবে। আরো বেশ কয়েকটি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলোর বিষয়ে নতুন করে আগামী সোমবার আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় FIR দায়ের হয়েছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই তৎপরতা বলে বলে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তিনি অভিযোগ জানিয়েছিলেন। সেসময় বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কোনরকম এফআইআর করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্টে সংশ্লিষ্ট মামলাটি ফিরিয়ে দেয়।