July 11, 2025 9:30 PM

printer

কলকাতা হাইকোর্ট, এসএসসি র নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে একগুচ্ছ নথি তলব করেছে

কলকাতা হাইকোর্ট, এসএসসি র নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে একগুচ্ছ নথি তলব করেছে।  দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ, আজ এই মামলার শুনানিতে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য যে সমস্ত হলফনামা ও নথি জমা দিয়েছে, সেগুলি আগামী সোমবার ১৪-ই জুলাই দেখতে চান। নতুন রুল ও বিজ্ঞপ্তির যে সব অংশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে, সোমবারের শুনানিতে রাজ্যকে তারও জবাব দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।  

উল্লেখ্য, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২৬ হাজার চাকরি বাতিলের এই নির্দেশ দেন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্হ হয় রাজ্য। তাদের দাবি ২০১৬-র নিয়োগ বিধি না মেনেই নতুন নিয়োগ এবং ওই বছরেরই শূন্য পদের সঙ্গে চলতি বছরের শূন্য পদ মিলিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের কাছে হাইকোর্ট সোমবার এব্যাপারে বিস্তারিত ব্যাখ্য চেয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।