কলকাতা হাইকোর্ট, আরো শতাধিক NIOS DL এড ডিগ্রি প্রাপ্তদের, ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ১৩ জুন এক নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারীদের নথিপত্র যাচাই প্রক্রিয়ায় ডাকার নির্দেশ দিয়েছিলেন।এরপর নতুন করে আরও মামলা দায়ের হয়।
সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি আজ নির্দেশ দিয়েছেন এই প্রার্থীদের জন্যও আগের নির্দেশ প্রযোজ্য হবে। আগামীকাল অর্থাৎ ১৮ জুন নথি যাচাই প্রক্রিয়ার শেষ দিন। প্রাথমিক শিক্ষা পর্ষদের গত ৩০ মে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ থেকে ১৮ জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।