মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 8, 2025 11:16 AM

printer

কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে।

কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বলেছেন, শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিল করা নাগরিকের মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। তাই, এই অনুমতি দেওয়া হলো। তবে, আইন-শৃঙ্খলা অমান্য করা হলে, রাজ্য ও পুলিশ যথাযথ ব্যবস্হা নিতে পারবে। কোন রকম সম্পত্তি নষ্ট না করে এবং পুলিশ ও অন্য সরকারী আধিকারিকদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ না করেই এই মিছিল করা যেতে পারে বলেও বেঞ্চ জানিয়েছে।

বেঞ্চ আরও জানিয়েছে, পুলিশ ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রয়োজনে তারা বিক্ষোভ প্রদর্শনকারীদের বিকল্প জায়গার কথাও বলতে পারে। চার সপ্তাহ পর এব্যাপারে আদালতে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, হাওড়ার মঙ্গলাহাটের এক ব্যবসায়ী নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন।