কলকাতা হাইকোর্টে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি, পিছিয়ে গেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ জানায়, এসংক্রান্ত ৫০ টির বেশি মামলা দায়ের হয়েছে। সকলের বক্তব্য আলাদা করে শোনা সম্ভব নয়। কয়েকজন বরিষ্ঠ আইনজীবী যারা নেতৃত্ব দেবেন, তাঁদের বক্তব্য শোনা হবে। বক্তব্যের সারাংশ লিখিত আকারে আদালতে জমা দিতে, আইনজীবীদের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আগামী ৭ই মে বেলা ২ টোর সময় এই মামলার পরবর্তী শুনানি।