কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আজ মামলার শুনানি থাকলেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষের আইনজীবী জানান, বোর্ড ফল প্রকাশ করতে প্রস্তুত। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। সেই বিষয়টি আগামীকাল শুনানি হতে পারে। ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে শুনানি আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়। এরপরই ডিভিশন বেঞ্চ আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টে শুনানির উপর স্থগিতাদেশ দেয়।
উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ গত ৭ অগাস্ট নির্দেশ দেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ৭% এবং ৬৬ টি সম্প্রদায়কে ধরে মেধা তালিকা তৈরি করে ফল প্রকাশ করতে হবে।