কলকাতা হাইকোর্টের রায়ের অবমাননা করে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অন লাইন পোর্টাল চালু রয়েছে বলে উল্লেখ করে, বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন, ওবিসি সংরক্ষণ মামলার মূল আবেদনকারীরা। তাঁরা জানিয়েছেন, পোর্টালে OBC-A এবং OBC-B – এই দুই ক্যাটাগরি রাখা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়ে ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট তালিকা অনুযায়ী শুনানির আশ্বাস দিয়েছেন।
Site Admin | June 19, 2025 1:28 PM
কলকাতা হাইকোর্টের রায়ের অবমাননা করে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অন লাইন পোর্টাল চালু রয়েছে বলে হাইকোর্টে মামলা দায়।