কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকালে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ।
বাংলাদেশের ঢাকার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
এদিকে, কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও কম্পন টের পাওয়া যায়। কলকাতার একাধিক জায়গার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন বলে খবর। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি।
অন্যদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী অঞ্চলে কম্পনের প্রভাবে বহুতল বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।