কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে ভালোই শীত অনুভূত হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ দশমিক দুই ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। রাজ্যের অন্যান্য জায়গাতেও তাপমাত্রা গতকালের মতোই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ছিল। আবহাওয়া দপ্তরে পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামী কয়েক দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবেনা।
Site Admin | November 13, 2025 8:51 AM
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে ভালোই শীত অনুভূত হচ্ছে।