কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় বিজেপি, পশ্চিমবঙ্গ সরকারের তীব্র নিন্দা করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ, দলের মুখপাত্র ড. সুধাংশু ত্রিবেদী বলেন, যা ঘটেছে তা গোটা দেশের জন্য লজ্জার। কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যেও এধরণের ঘটনা ঘটেছে। এর থেকেই প্রমাণিত এই রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের জায়গায় পৌঁছেছে।
শ্রী ত্রিবেদী তিরুভনান্তপুরমে পুরসভা নির্বাচনে এনডিএর জয়ে সন্তোষ প্রকাশ করেন।