কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে ব্লু-লাইনে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চললেও, রেকের সংখ্যা কমানো হচ্ছে। আপ ও ডাউনে ২৭২টি পরিষেবার মধ্যে থেকে ৩২’টির যাত্রাকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে সংক্ষিপ্ত করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট ব্যবধানে রেক চালানো সম্ভব হবে। এজন্য যাত্রীদের সহযোগিতা চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
রেল বোর্ডের সদস্য হিতেন্দ্র মালহোত্রা গতকাল কবি সুভাষ, শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার, এসপ্লানেড মেট্রো স্টেশন পরিদর্শনে যান। উৎসবের মরসুমে যাত্রী ভিড় সামলাতে পন্থা পদ্ধতি নিয়েও তাঁরা আলোচনা করেছেন।