মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 16, 2024 5:28 PM

printer

কলকাতা মেট্রোর গ্রীণ লাইন 2-তে এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যবর্তী জায়গায় কাজ চলায় মেট্রোর সময়সূচীর কিছু পরিবর্তন করা হয়েছে

কলকাতা মেট্রোর গ্রীণ লাইন 2-তে এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যবর্তী জায়গায় কাজ চলায় মেট্রোর সময়সূচীর কিছু পরিবর্তন করা হয়েছিল। কিন্তু সকাল ও সন্ধ্যায় অতিরিক্ত যাত্রী ভীড় সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে ৮২টি পরিষেবা দেওয়া হবে সোম থেকে শনিবার পর্যন্ত। সকাল ও সন্ধ্যায় ২৪ মিনিটের পরিবর্তে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ট্রেনটি চলবে সকাল ৬:৫৫এ। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম ট্রেন সকাল ০৭:১২ তে।

হাওড়া ময়দান থেকে মহাকরণের উদ্দেশে প্রথম ট্রেনটি চলবে সকাল ৯টা ৮মিনিটে। উল্টো দিকে ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ২০মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত  ৯টা ৪৬ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ মেট্রো রাত ৯টা ৫৮ মিনিটে।

হাওড়া ময়দান থেকে মহাকরণের উদ্দেশে শেষ মেট্রো চালানো হবে রাত ৯:০৮ এ এবং উল্টো দিকে মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো ৯:২০ তে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।