August 24, 2025 9:31 PM

printer

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে অর্থাৎ ব্লু লাইনে আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে।

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে অর্থাৎ ব্লু লাইনে আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্ততে জানানো হয়েছে,  সোম থেকে শুক্রবার দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ ও ডাউনে ২৬২টির পরিবর্তে ২৮৪টি মেট্রো চলবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

      শহীদ ক্ষুদিরাম থেকে সকাল ছটা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে ছটা পঞ্চাশ মিনিটে  আগের মতই প্রথম ট্রেন ছাড়বে। তবে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। 

অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে শনি ও রবিবার ট্রেন চলাচলের সময়সূচী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।