মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 23, 2025 1:17 PM

printer

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমান বন্দর এর মধ্যে পরিষেবা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমান বন্দর এর মধ্যে পরিষেবা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। কবি সুভাষ – বেলেঘাটার মধ্যে ৩০ টি আপ ও ৩০ টি ডাউন সহ মোট ৬০ টি ট্রেন পরিষেবা ২৫ মিনিট অন্তর সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন পাওয়া যাবে। কবি সুভাষ এবং বেলেঘাটা  থেকে সকাল  ৮ টায় প্রথম ট্রেন  এবং  রাত ৮ টা ৫ মিনিটে  শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমান বন্দর মধ্যে আপে ৬০ ও ডাউনে ৬০ টি সহ মোট ১২০ টি ট্রেন চালানো হবে। সোম থেকে শুক্রবার প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট  অন্তর পাওয়া যাবে। এই সেকশনে প্রথম মেট্রো পরিষেবা নোয়াপাড়া ও জয়হিন্দ বিমান বন্দর থেকে সকাল ৭ টা ৫৮ মিনিটে এবং শেষ ট্রেন নোয়াপাড়া এবং জয় হিন্দ বিমান বন্দর থেকে রাত ৮ টায় ছাড়বে। শনি ও রবিবার এই দুই সেকশনে আপাতত কোনো ট্রেন পরিষেবা থাকবে না বলে মেট্রো রেল সূত্রের খবর। এদিকেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ইয়েলো সেকশনে নোয়াপাড়া – জয় হিন্দ বিমান বন্দর অরেঞ্জ সেকশনে হেমন্ত মুখোপাধ্যায় – রুবি এবং গ্রিন লাইন সেকশনে শিয়ালদা – Esplanade এর মধ্য মেট্রো পরিষেবা চালু করার পর গতসন্ধ্যায় হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে রেল পরিষেবা শুরু হয়েছে। প্রতি সোম থেকে শনিবার পর্যন্ত ৮ সময়ের ব্যবধানে ৯৩ টি আপ ৯৩ টি ডাউন সহ মোট ১৮৬ টি রেল পরিষেবা পাওয়া যাবে। প্রথম পরিষেবায় হাওড়া ময়দান থেকে সকাল ৯ টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৯ টা ২ মিনিটে এবং শেষ পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯ টা ৪৫ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে রাত ৯ টা ৪৭ মিনিটে ছাড়বে বলে মেট্রো রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।