কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, কেএমডিএ মহানগরীর উড়ালপুল ও সেতুর নীচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই চারটি সেতুর নীচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ওই জায়গাগুলিতে লোহার গ্রিল বসিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কেউ জায়গা দখল করতে না পারে।
পাশাপাশি আরও আটটি সেতুর নীচে উচ্ছেদ অভিযান চলছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতু, টালিগঞ্জ-হারিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু, চিঙ্গরিঘাটা উড়ালপুল ও ইএম বাইপাসে আম্বেদকর সেতুর নিচ থেকে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করে ঘিরে ফেলা হয়েছে। এখন বাঘাযতীন ব্রিজ, চেতলা লকগেট ব্রিজ, দুর্গাপুর ব্রিজ, বাগমারি ব্রিজ, কামালগাজি ব্রিজ, চিতপুর ব্রিজ, উল্টোডাঙা উড়ালপুল এবং ভিআইপি রোড-সল্টলেক সংযোগকারী স্লিপ ব্রিজের নীচে উচ্ছেদ অভিযান চলছে।
কেএমডিএ-র সূত্রে খবর, বহু উড়ালপুল ও সেতুর নীচে বছরের পর বছর ধরে অস্থায়ী বসতি তৈরি করে কোথাও দোকান, কোথাও আবার খোলা আগুনে রান্না চলছে। এর ফলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় পরিদর্শনের কাজও ব্যাহত হয়। গত ডিসেম্বরে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচে আগুন লেগে সেতুর কংক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার পরই কেএমডিএ নড়েচড়ে বসে।