November 30, 2025 10:08 PM

printer

কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হলে আয়োজন করা হয় ‘রেল উৎসব ২০২৫’

বিশ্বে রেল পরিষেবা চালু হওয়ার ২০০ বছর এবং রেলের বৈদ্যুতিকীকরণের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হলে আয়োজন করা হয় ‘রেল উৎসব ২০২৫’। এই অনুষ্ঠানে রেলের বিভিন্ন কোচের মডেল প্রদর্শিত হয়। রেলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ছিল আলোচনা সভা। উপস্থিত ছিলেন রেল এনথুসিয়াস্টস’ সোসাইটির পূর্ব ও উত্তর পূর্ব শাখার প্রধান তথা রেলওয়ে বোর্ডের প্রাক্তন ফিনান্সিয়াল কমিশনার সঞ্জয় মুখার্জি, হাওড়ার ডিআরএম বিশাল কাপুর, রায়বেরিলি মডার্ন কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পিকে মিশ্র সহ অন্যান্য আধিকারিক ও রেল গবেষকরা। রেল সংক্রান্ত পিকে মিশ্রর লেখা দু’টি বই হাইওয়ে অফ হিন্দুস্থান ও ট্র্যাকস অফ নেসেসিটি এদিন প্রকাশিত হয়। এছাড়াও রেল এনথুসিয়াস্টস’ সোসাইটির পত্রিকা লৌহপথ প্রকাশ করা হয় এদিন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।