July 2, 2025 4:50 PM

printer

কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আদালত চত্ত্বরে সাংবাদিকদের তিনি বলেন, গত বিশেষ জুন তাঁকে কালীঘাটে চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জীর বাড়িতে দেখা করতে যেতে দেওয়া হয়নি। এরপর ২৮ তারিখ গড়িয়াহাটে কসবা কাণ্ডের প্রতিবাদে দলীয় মিছিল থেকে তুলে এনে লালাবাজারে সারা রাত আটকে রাখা হয়। এতে তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে সুকান্তবাবুর অভিযোগ।

কসবা কান্ড নিয়ে তিনি বলেন, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই একাধিক অভিযোগ থাকা সত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।