কলকাতা দূরদর্শনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূরদর্শনের মহানির্দেশক কে. সতীশ নাম্বুদুরিপাদ, পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলের অতিরিক্ত মহানির্দেশক রাজীব ভট্টাচার্য এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ মহানির্দেশক গোপাদাল কুমার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। দূরদর্শনের মহা নির্দেশক কে সতীশ নামবুদিরিপদ কলকাতা দূরদর্শনের ইতিহাস তুলে ধরেন।তিনি দূরদর্শনের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আকাশবাণী এবং দূরদর্শন এখনও সমান প্রাসঙ্গিক।
রাজীব ভট্টাচার্য বলেন, ৫০ বছরে দূরদর্শন অনেক পথ পেরিয়ে এখনো যুগের সঙ্গে তাল মিলিয়ে সমান প্রাসঙ্গিক।