কলকাতা ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন দিন ও রাত উভয় তাপমাত্রাই স্বাভাবিকের কাছাকাছি থাকায় এবং ঘন কুয়াশার অনুপস্থিতিতে ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ার তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
এদিকে, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ দশমিক ৭ ডিগ্রী কম।