January 22, 2026 9:47 AM

printer

কলকাতা ও লালগোলার মধ্যে চলাচলকারী হাজার দুয়ারী এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে আগামী ২৬ জানুয়ারি থেকে Cossimbazar স্টেশনে থামবে।

কলকাতা ও লালগোলার মধ্যে চলাচলকারী হাজার দুয়ারী এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে আগামী ২৬ জানুয়ারি থেকে Cossimbazar স্টেশনে থামবে। 13113 কলকাতা – লালগোলা হাজারদুয়ারী এক্সপ্রেস ওই দিন থেকে সকাল ১০ টা ৫ মিনিটে Cossimbazar স্টেশনে আসবে এবং ১০ টা ৬ মিনিটে ছেড়ে যাবে। 13114 লালগোলা – কলকাতা হাজার দুয়ারী এক্সপ্রেস ওই স্টেশনে বিকেল ৫ টা ১৬ মিনিটে আসবে এবং ৫ টা ১৭ মিনিটে ছেড়ে যাবে বলে রেল সূত্রের খবর।