মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 12, 2024 1:24 PM

printer

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী কম।

একটানা দুঃসহ ভ্যাপসা গরমের পর বর্ষার বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী কম। সকাল সাড়ে ৬-টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। এরফলে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা যায়।
অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।
দার্জিলিং-এ রবিবার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।