June 26, 2025 9:12 PM

printer

কলকাতায় ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী খুনের ঘটনায় CBI তদন্ত

কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিত সরকার খুনের ঘটনায় CBI, অন্যতম অভিযুক্ত পলাতক অরুণ দে-কে গ্রেপ্তার করেছে। ২০২১ সালের ওই ঘটনার দু-বছর পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

কিন্তু অরুণ দে-র সন্ধান মিলছিল না। CBI, অরুণের সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার’ও ঘোষণা করেছিল। উত্তর ২৪ পরগণার একটি গোপন ডেরা থেকে তাকেও পাকড়াও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আজ নগর দায়েরা আদালতে পেশ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।