কলকাতার লাউডন স্ট্রীটে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়ায় মামলার শুনানি হবে আজ। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দুপুর আড়াইটেয় শুরু হবে শুনানি। পুরো প্রক্রিয়া লাইভ স্ট্রিমিং করা হবে বলে হাইকোর্টের তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আদেশানুসারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুনানি চলাকালীন এজলাসে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।
এর আগে, মুখ্যমন্ত্রী জোর করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন – এই অভিযোগ নিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। গত শুক্রবার এজলাসে চরম বিশৃঙ্খলার কারণে বিচারপতি শুভ্রা ঘোষ শুনানির দিন পিছিয়ে দেন। একইসঙ্গে আইপ্যাকের তরফেও মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়।
উল্লেখ্য, ইতোমধ্যেই ইডির তরফে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফেও দায়ের করা হয়েছে ক্যাভিয়েট।