মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 5, 2025 1:20 PM

printer

কলকাতার রেড রোডে দুর্গা কার্নিভাল এর জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে

কলকাতার রেড রোডে দুর্গা কার্নিভাল এর জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। বিশ্ব-বাংলা শারদ সম্মান পাওয়া পুজোগুলির বেশিরভাগই এবারের কার্নিভ্যালে যোগ দেবে বলে জানা গেছে। বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে অনুষ্ঠান। মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন একাধিক মন্ত্রী, আধিকারিক সহ বিশিষ্টজনেরা। একটি প্রতিবেদন-

কার্নিভ্যালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা গতকাল খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সুষ্ঠুভাবে কার্নিভ্যাল আয়োজনে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

পুজো কার্নিভালের জন্য কলকাতা পুলিশ আজ যান চলাচল নিয়ন্ত্রণ করবে। রেড রোড সংলগ্ন রাস্তা এবং এক্সাইড মোড় থেকে হেস্টিংস পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২ টা থেকে ৩’টের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  দুপুর ২’টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইন্‌স ওয়ে সহ রাস্তাগুলিতে, যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এদিকে কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্প্রতি একাধিক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন আজ মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে।

রেড রোডে কার্নিভাল উপলক্ষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামিকাল রাতে ব্লু লাইন ও গ্রীন লাইনে রাতে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট। কার্নিভালের দিন রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীদের যাতায়াতে অসুবিধা না হয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।