December 6, 2025 9:52 PM

printer

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি সম্পূর্ণ।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি সম্পূর্ণ। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেড়শো সাধুসন্ত। মুখ্য অতিথি হিসাবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে। আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা-বেরনোর জন্য ১৮টি গেট তৈরি করা হয়েছে। এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। তবে নির্বাচনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলে সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ জানিয়েছেন।

   ব্রিগ্রেডে গীতা পাঠের অনুষ্ঠান উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ও  হাওড়া ডিভিশন আগামীকাল EMU ও MEMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শিয়ালদা ডিভিশনে বিভিন্ন অভিমুখে মোট ১৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। অন্যদিকে, হাওড়া ডিভিশনেও মোট ৬ টি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।