July 11, 2025 9:34 PM

printer

কলকাতার বিপাশা পাল সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন

কলকাতার বিপাশা পাল সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন। কলম্বোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপাশা মহিলাদের ব্যক্তিগত বিভাগে শ্রীলঙ্কা,নেপাল,ভুটান, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিপক্ষকে পরাজিত করেছেন। এছাড়াও বিপাশা মহিলাদের দলগত বিভাগে উজ্জেশা ঘোষ, দিয়া ঘোষের সাথে রূপো পেয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।