মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 3, 2024 9:51 PM

printer

কলকাতার পাঁচ মেডিকেল কলেজের পর এবার গোটা রাজ্যে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কলকাতার পাঁচ মেডিকেল কলেজের পর এবার গোটা রাজ্যে কেন্দ্রীয়ভাবে রোগী রেফার করার ব্যবস্থা বা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে রাজ্য সরকার সব জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে সুস্পষ্ট প্রস্তাব চেয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এই নতুন ব্যবস্থার পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে সারা রাজ্যে এই ব্যবস্থা চালু করা হবে। এর আগে জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থ মিশনের টাকা ব্যবহার করে এর পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। জেলা, মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। এই সব হাসপাতালে সর্বক্ষণ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যাতে থাকেন সেজন্য আবাসন তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দূরবর্তী জেলার কোনও রোগীকে চিকিৎসার জন্য খুব কঠিন পরিস্থিতি ছাড়া সরাসরি কলকাতার কোনও হাসপাতালে রেফার না করা হয়। বরং তাঁদের মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল বা জেলায় থাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হবে।

 এজন্য  জেলার সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি অপারেশন থিয়েটার, হাসপাতালে লিফট, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আলোর সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে বলা হয়েছে। এই সব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসারদের বসার উপযুক্ত রুমের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।