মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 22, 2024 9:49 PM

printer

কলকাতার  আনন্দপুর থানা এলাকায়  মহিলার খুনের ঘটনায় তাঁর  নাতির মৃতদেহও পুলিশ  আজ বানতলা খাল থেকে  উদ্ধার করেছে।

কলকাতার  আনন্দপুর থানা এলাকায়  মহিলা র খুনের ঘটনায় তাঁর  নাতির মৃতদেহও পুলিশ  আজ বানতলা খাল থেকে  উদ্ধার করেছে। দেহ টি ময়না তদন্তে পাঠানো হয়েছে।  

এদিকে  এই ঘটনায় পুলিশ গত রাতে ভিকিশর্মা ও ইমতিয়াজ আলি নামে দুজনকে গ্রেফতার করে।  এদের আজ আলিপুর আদালতে তোলা হলে,আদালত ভিকি শর্মা কে আটদিনের পুলিশ হেফাজতে  পাঠায়।  চালক ইমতিয়াজ আলি নাবালক হওয়ায়  তাকে জুভেনাইল কোর্টে তোলা হয়। ,আদালত ইমতিয়াজকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আগেই জানানো হয়েছে নোনাডাঙ্গার কাছে গতকাল সকালে ঝোপের মধ্যে থেকে রেহানা খাতুন নামে  ওই  মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নারকেলডাঙা এলাকার বাসিন্দা রেহানা  পাঁচ বছরের নাতিকে  নিয়ে গাড়িতে করে  তোপসিয়ায় আত্মীয়ের বাড়িতে যান। ঘটনার পর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। রেহানার বাড়িতে ভাড়া থাকতো ভিকি শর্মা।

কি কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়।