June 27, 2025 10:49 PM

printer

কলকাতায় ফোর্ট উইলিয়ামে আজ থেকে শুরু হয়েছে দু’দিনের প্রতিরক্ষা পেনশন আউটরিচ প্রোগ্রাম।

কলকাতায় ফোর্ট উইলিয়ামে আজ থেকে শুরু হয়েছে দু’দিনের প্রতিরক্ষা পেনশন আউটরিচ প্রোগ্রাম। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড এবং প্রয়াগ রাজের প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টসে্র যৌথ উদ্যোগে রক্ষা ‘পেনশন সমাধান’ আয়োজন নামের এই অনুষ্ঠানটি আগামীকাল শেষ হবে। এই আউটরিচ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো প্রাক্তন সৈনিক, সশস্ত্র বাহিনীর কর্মীদের বিধবা স্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের মধ্যে সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সরাসরি যোগাযোগ স্থাপন করা। এর ফলে পেনশন সম্পর্কিত যাবতীয় অভিযোগগুলির দ্রুত সমাধান সম্ভব হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক উপদেষ্টা সুগত ঘোষ দস্তিদার। ইস্টার্ন কমান্ডের প্রধান কার্যালয়ের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, তাঁর বক্তব্যে প্রবীণ সম্প্রদায় যেসব ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তার মোকাবিলায় ভারত সরকার ও ভারতীয় সেনার বহুমুখী প্রচেষ্টার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ৫৭৩ জন প্রবীণ সেনা, ভারতীয় সেনার তিন বাহিনীর কর্মীদের বিধবা স্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।