কলকাতায় এবার ৫লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল (৭ ই ডিসেম্বর) সকাল আটটায় বেদ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে।
কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, এরপর ধর্মীয় ভক্তিগীতি, শোভাযাত্রার পর মঞ্চে গীতাকে প্রতিষ্ঠা ও আরতি করা হবে। সাধু সন্তদের প্রবচনের পর সাড়ে এগারোটা থেকে গীতার প্রথম, নবম ও শেষ তথা অষ্টাদশ অধ্যায় সমবেত কন্ঠে পাঠ করা হবে।
তিনি আরও জানান,এবছর এই অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থেকে গীতা পাঠ করবেন। এই উপলক্ষে তিনটি মঞ্চ গড়ে তোলা হচ্ছে। মূল মঞ্চে প্রায় দেড়শো জন সাধুসন্ত উপস্থিত থাকবেন। বাকি মঞ্চগুলিতে অন্যান্য সাধু সন্তরা থাকবেন।
নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, ,এবছর গীতার ৫হাজার ১২৬তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রবেশের জন্য ২৫টি প্রবেশ পথ থাকবে এবং এবছর প্রবেশ অবাধ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোন নাম নথিভুক্তকরনের প্রয়োজন হবে না।