December 31, 2025 10:55 PM

printer

কর্মচারী রাজ্য বিমা নিগম- ESIC প্রকল্পে যোগদানের জন্য নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরনের সময়সীমা বৃদ্ধি করেছে ।

কর্মচারী রাজ্য বিমা নিগম- ESIC প্রকল্পে যোগদানের জন্য নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরনের সময়সীমা বৃদ্ধি করেছে । শ্রম ও কর্মংস্থান মন্ত্রক জানিয়েছে, এক মাসের অতিরিক্ত সময়সীমা ESIC এর সুরক্ষার উদ্যোগকে আরও প্রসারিত করবে । উল্লেখ্য নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরন উদ্যোগ প্রকল্প -SPREE  প্রকল্পটি ESI কর্পোরেশনের 196 তম সভায় অনুমোদিত হয়েছিল এবং এই বছর 1লা জুলাই থেকে এটি কার্যকর করা হয় ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।