কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তন নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল দলীয় হাইকমান্ড। বেঙ্গালুরুতে এই বিষয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইসুরু বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সাথে হাত তুলে ঐক্য প্রদর্শন করেন। রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে কিছু না বললেও তিনি স্পষ্ট জানান সরকার পাঁচ বছর অক্ষত থাকবে।