কর্ণাটকের শ্যুটার তিলোত্তমা সেন জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণপদক জয় করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ প্রতিযোগিতার ফাইনালে ১৭ বছর বয়সী তিলোত্তমা ৪৬৬ দশমিক ৯ স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন। কেরলের ভিদারসা কে ভিনোদ ৪৬২ দশমিক ৯ স্কোর করে রূপো পেয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন রেলওয়েজের অয়নিকা পাল। তিনি ৪৫১ দশমিক ৮ স্কোর করেছেন।
Site Admin | December 27, 2025 9:51 PM
কর্ণাটকের শ্যুটার তিলোত্তমা সেন জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণপদক জয় করেছেন।