December 27, 2025 9:51 PM

printer

কর্ণাটকের শ্যুটার তিলোত্তমা সেন জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণপদক জয় করেছেন।

কর্ণাটকের শ্যুটার তিলোত্তমা সেন জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণপদক জয় করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ প্রতিযোগিতার ফাইনালে ১৭ বছর বয়সী তিলোত্তমা ৪৬৬ দশমিক ৯ স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন। কেরলের ভিদারসা কে ভিনোদ ৪৬২ দশমিক ৯ স্কোর করে রূপো পেয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন রেলওয়েজের অয়নিকা পাল। তিনি ৪৫১ দশমিক ৮ স্কোর করেছেন

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।