কর্ণাটকের মালুরে কোলার-চিক্কাবল্লাপুরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেড – কোমুল নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত একটি অর্থ পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় – ই ডি, ওই বিধানসভা আসনের প্রতিনিধি কংগ্রেস বিধায়ক কে.ওয়াই. নানজেগৌড়াকে দোষী সাব্যস্ত করেছে। ইডির গোয়েন্দারা এই মামলার সঙ্গে জড়িত বিধায়ক গৌড়া এবং অন্যান্য অভিযুক্তদের ১ কোটি ৩২ লক্ষ টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। ২০০২ সালের মালুরের জমি অনুদান কেলেঙ্কারির তদন্ত ও তল্লাশির সময় সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইডি নানজেগৌড়া এবং অন্যান্যদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে। তদন্তে জানা গেছে, ২০২৩ সালের জন্য KOMUL-এর নিয়োগ প্রক্রিয়ায়, রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশে কারচুপি করা হয়েছিল।
Site Admin | July 18, 2025 9:26 AM
কর্ণাটকের মালুরে কোলার-চিক্কাবল্লাপুরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেড – কোমুল নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত একটি অর্থ পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় – ই ডি, ওই বিধানসভা আসনের প্রতিনিধি কংগ্রেস বিধায়ক কে.ওয়াই. নানজেগৌড়াকে দোষী সাব্যস্ত করেছে।
